CPDL VERTICAL TECHNOLOGY

হাতে কলমে প্রশিক্ষণ নিরাপদ হবে লিফট ভ্রমণ

Published on May 29,2019

চলছে প্যারাগনটেক আয়োজিত লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা “হাতে কলমে প্রশিক্ষণ নিরাপদ হবে লিফট ভ্রমণ” এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০১৯ খুলশি তে অবস্থিত কনকর্ড খুলশী টাউন সেন্টারে আয়োজন করা হয় একটি কর্মশালা। প্রকল্পটির সকল অধিবাসী স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।