CPDL VERTICAL TECHNOLOGY

ARD তে ঝুঁকি হ্রাস নিরাপদ লিফট, নিরাপদ আবাস

Published on October 26,2019

প্যারাগনটেক এর ব্যতিক্রমী সেবা কার্যক্রম ‘ARD তে ঝুঁকি হ্রাস নিরাপদ লিফট, নিরাপদ আবাস’ এর শুভ উদ্বোধন ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন বা লিফট সেবা খাতে চট্টগ্রামের নিজস্ব প্রতিষ্ঠান প্যারাগনটেক সময়ের সাথে সাথে অনন্য আস্থার প্রতীক হিসেবে ভিন্নমাত্রা সৃষ্টি করছে। লিফট নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নিরাপদ লিফট সেবা বাস্তবায়নে প্রায়োগিক সহযোগিতা করতেও উদ্যোগী বলে আয়োজকরা জানান। এজন্যই প্রথমবারের ব্যাপক সাড়া জাগানোয় সকলের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী সেবা কার্যক্রমের। এর আওতায় প্রতিটি লিফট বুকিংয়ে লিফট নিরাপত্তায় অতি আবশ্যকীয় অটোমেটিক রেসকিউ ডিভাইস বা এ.আর.ডি দেয়া হবে সম্পূর্ণ ফ্রি। তার সাথে থাকবে ২৪ মাসের বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টি। আয়োজনটি চলবে সিপিডিএল জে.এম লেভান্তে ২য় তলায় (জামাল খান ইউসিবি ব্যাংক এর বিপরীতে) ৩১ই অক্টোবর পর্যন্ত।
আজ ২৬ অক্টোবর এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল এর চেয়ারম্যান জনাব আবুল হোসেন চৌধুরী, ডিরেক্টর জনাব রেজাউল করিম, চিফ ইঞ্জিনিয়ার জনাব তয়েবুল আলম, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
প্যারাগনটেক এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এধরনের আরও ইনোভেটিভ সেবা নিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করেন। এছাড়াও চলমান এই বিক্রয় সেবা কার্যক্রমে এককালীন মূল্য পরিশোধে প্রথম পাঁচ জনকে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগের ঘোষণা দেন।
উক্ত অনুষ্ঠানে সকলের সাথে আরও উপস্থিত ছিলেন সিপিডিএল ও প্যারাগনটেকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।