CPDL VERTICAL TECHNOLOGY

‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন – দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট’

Published on January 21, 2021

ব্যক্তি পর্যায়ে নির্মিত বা নির্মাণাধীন পাঁচ/ছয় তলা ভবন গুলোতে ছোট পরিসরের ৪/৫ প্যাসেঞ্জার বহনক্ষম লিফটের প্রয়োজনীয়তা ভবন মালিকেরা সব সময় অনুধাবন করেন। ক্যাপাসিটি ও ছোট পরিসরের কোরের জন্য এধরনের লিফটকে হোম লিফট বলে অভিহিত করা যেতে পারে।
মূলতঃ অধিকতর স্বাচ্ছন্দ্য, বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য সহজে উপর নীচে যাতায়াতের জন্য এধরনের লিফটের চাহিদা সৃষ্টি হয়। সাথে যুতসই লিফট সরবরাহ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের অপ্রতুলতা তো আছেই।
প্রচলিত অর্থে লিফট বলতে অনেক বড়সড় একটা খরচের খাতকেই ধারনা করা হয়। একক প্রচেষ্টায় নির্মীত ভবন সমূহের বাজেটে সীমাবদ্ধতা থাকতেই পারে।
উপরোক্ত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে চট্টগ্রামের নিজস্ব লিফট সেবা প্রতিষ্ঠান প্যারাগনটেক নিয়ে এলো হোম লিফটের এই যুতসই আয়োজন ‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন – দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট’ যেখানে একাধারে থাকবেঃ
√ সঠিক মূল্য
√ চাহিদা মাফিক কাস্টমাইজড লিফট কোর-
√ চাহিদা মাফিক কাস্টমাইজড কেবিন
√ এক্সক্লুসিভ কেবিন ডিজাইন
√ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক প্রযুক্তি
√ ঝুঁকি হ্রাসে ফ্রি এআরডি
√ লিফট কে ভাইরাসমুক্ত রাখতে ইউভি লাইট
√ বিশুদ্ধ বাতাসের জন্য থাকছে এনিয়ন জেনারেটর
এসব কিছুর সাথে থাকবে সুদক্ষ টিম দ্বারা দ্রুততম সময়ে ইন্সটলেশন ও ২৪/৭ সার্ভিস টিমের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা।
এর সাথে থাকবে চাহিদা মাফিক আমদানিকৃত জেনারেটর ও সাব স্টেশন এর সরবরাহ ও স্থাপনের সম্প্রসারিত সেবা নেয়ার সুযোগ।
এই আয়োজনটি চলবে ১৯ থেকে ২৫ জানুয়ারী প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
📍লোকেশনঃ কল্পলোক আবাসিক, রোড নং ০১, ব্লক নং-বি, প্লট নং ০৫, বাকলিয়া, চট্টগ্রাম।
‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন – দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট’
‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন – দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট’
‘ওয়ানস্টপ হোম লিফট সলিউশন – দ্রুততম সময়ে স্থাপনযোগ্য ব্র্যান্ডেড লিফট’