CPDL VERTICAL TECHNOLOGY

“হ্যাপি লিফট, হ্যাপি ট্রাভেল” প্যারাগনটেকের অনন্য গ্রাহক সেবা

Published on August 16, 2021

চট্টগ্রামের নিজস্ব লিফট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্যারাগনটেক বহুবছর ধরে তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রয়াশী। লিফটে আরোহনের স্বল্প সময়ের যাত্রাকালকে কিভাবে আরও সুখময় ও প্রশান্তি দায়ক করা যায়, সেই লক্ষ্যেই প্যারাগনটেক এর এবারের আয়োজন “হ্যাপি লিফট, হ্যাপি ট্রাভেল।”
গ্রাহকরা তাদের লিফট ভ্রমণকে আরও আনন্দময় করার জন্য, যোগাযোগ করতে পারবেন লিফট হ্যাপিনেস কেয়ার নম্বরে (০১৭৭৭৭৬৬২৮৮), প্যারাগনটেকের এক্সপার্ট লিফট হ্যাপিনেস কেয়ার টিম পৌঁছে যাবে গ্রাহকদের ঠিকানায়, নিশ্চিত করবে নির্বিঘ্ন ও উপভোগ্য লিফট অভিজ্ঞতা।