হ্যাপি লিফট হ্যাপি ট্রাভেল
Published on August 11, 2021
লিফট- বহুতল নাগরিক জীবনের অতি অত্যাবশ্যক বাহন। উচ্চতায় আরোহনকে স্বল্পতম সময়ে সহজ ও সাচ্ছন্দ্যময় করায় লিফটের ভূমিকা নিশ্চিতভাবেই অপরিসীম।
এই স্বল্প সময়ের যাত্রাকালকে কিভাবে আরও সুখময় ও প্রশান্তি দায়ক করা যায়, সেই লক্ষ্যেই প্যারাগনটেক এর এবারের আয়োজন হ্যাপি লিফট, হ্যাপি ট্রাভেল।
বলা যেতে পারে লিফট প্রযুক্তির উৎকর্ষ না ঘটলে, দুনিয়াজুড়ে এই বহুতল নগর জীবন অসম্ভব হতো। লিফট এর প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি এর কেবিনের সৌন্দর্য, ইন্টেরিয়র, ডিসপ্লে প্যানেল এর অভিনবত্ব, লাইটিং, এয়ার সার্কুলেশনের যথাযথ ব্যবস্থা, হালে জীবানু মুক্ত রাখার ইউ ভি টেকনোলজির প্রয়োগ ইত্যাদি নানা বিষয় ম্যানুফেকচারিং এর সময়ই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হয়।
চট্টগ্রামের নিজস্ব লিফট সেবা প্রদান কারী প্রতিষ্ঠান প্যারাগনটেক বহুবছর ধরে তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রয়াশী। লিফটে আরোহনের সময়কাল কে নির্বিঘ্ন ও উপভোগ্য করতে এর কেবিনের পরিবেশ এবং প্রতিবেশ উন্নয়নে আমরা প্রথমবারের মতো নিয়েছি কিছু ইনোভেটিভ উদ্যোগ।
পাশাপাশি যেহেতু লিফট একটি মেকানিক্যাল প্রযুক্তি এবং এর ব্যবহার এর মাত্রা অনেক হাই ফ্রিকোয়েন্সি তে হয়, হিসেব করে বলা মুশকিল একটা লিফট সারাদিনে কতবার উপর নীচ উঠানামা করে। তাই দীর্ঘমেয়াদে এর সক্ষমতা নিশ্চিত করতে নিয়মিত এর যত্ন নেয়া খুব জরুরী এবং তা হতে হবে সুনির্দিষ্ট পদ্ধতি ও প্রটোকল অনুসারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে হ্যাপি লিফট হ্যাপি ট্রাভেল শিরোনামে প্যারাগনটেক এর এই অভিনব ক্যাম্পেইনটি।
আপনার লিফটকে হ্যাপি করার জন্য, আপনার লিফট ভ্রমন কে আরও আনন্দময় করার জন্য, যোগাযোগ করুন আমাদের লিফট হ্যাপিনেস কেয়ার নাম্বারে অথবা রেজিস্ট্রেশন করুন প্রদত্ত লিংকে, আমাদের এক্সপার্ট লিফট হ্যাপিনেস কেয়ার টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়, নিশ্চিত করবে নির্বিঘ্ন ও উপভোগ্য লিফট অভিজ্ঞতা।