CPDL VERTICAL TECHNOLOGY

প্যারাগনটেক’র ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন।

Published on March 4, 2021

প্যারাগনটেক'র ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন।

চট্টগ্রামের অন্যতম লিফট সেবা প্রতিষ্ঠান প্যারাগনটেক দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্যারাগনটেকের নতুন সংযোজন ‘প্যারাগনটেক এক্সপেরিয়েন্স সেন্টার’। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের লিফট সেবা খাতে এটাই প্রথম ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার।

নগরীর জামালখানস্থ সিপিডিএল এর কর্পোরেট অফিস প্রাঙ্গণে নবস্থাপিত এই ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ১ মার্চ। এতে প্যারাগনটেকের সকল লিফট সলিউশন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শিত এ সকল লিফট সলিউশন থেকে গ্রাহকরা দেখে বুঝে পছন্দমাফিক উপযুক্ত এবং সঠিক সলিউশন বাছাই করে নিতে পারবেন। গ্রাহক সাধারণকে আর মুখের কথা বা কাগজে লিখিত তথ্যের উপর ভিত্তি করে লিফট সলিউশন বাছাই করতে হবে না। লিফটের কাস্টমাইজেশন বা মডিফিকেশন এখন সরাসরি দেখে নির্ধারণ করতে পারবেন গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল এর প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেনসহ প্যারাগনটেক এবং সিপিডিএল পরিবারের ঊর্ধ্বতন সদস্যবৃন্দ।


দৈনিক আজাদী লিঙ্ক: https://shorturl.at/asvS5 

প্যারাগনটেক এর ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন।
প্যারাগনটেক এর ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন।