CPDL VERTICAL TECHNOLOGY

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন।

Published on March 11, 2021

প্যারাগনটেক-আইএবি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে গত ১১ মার্চ। খেলাধূলার মাধ্যমে মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে আইএবি। এবারের টুর্নামেন্টটি স্পন্সর করে চট্টগ্রামের স্বনামধন্য লিফটসেবা প্রতিষ্ঠান প্যারাগনটেক। নগরীর দেবপাহাড়ে নির্মিতব্য সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্পের ব্যাডমিন্টন কোর্টে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে দুজন করে মোট ১২টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার এর চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, স্থপতি ফজলে ইমরান চৌধুরী, ট্রেজারার স্থপতি বিজয় শংকর তালুকদার, সদস্য (সেমিনার এবং শিক্ষা) স্থপতি আদর ইউসূফ, সদস্য (পাবলিকেশন) মোঃ মাইনুল হাসান, সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনসহ প্যারাগনটেক এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। নৈশভোজের পর টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল স্থপতিদের মধ্যে প্যারগনটেকের পক্ষ হতে গিফট হ্যাম্পার প্রদানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় জমকালো এই আয়োজনের।

 

দৈনিক আজাদী লিঙ্ক: https://cutt.ly/9zZaJxG

 
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন।