CPDL VERTICAL TECHNOLOGY

“স্যানমার সোবানা” প্রকল্পে লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির কর্মশালা

Published on December 05, 2020

বর্তমানে দ্রুত বর্ধমান নগরজীবনে বহুতল ভবন ছাড়া আর কোন বিকল্প নেই। এই বহুতল ভবনগুলোতে লিফট একটি জনগুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অনুষঙ্গ। প্রতিদিন অগনিত মানুষ লিফটের মাধ্যমে উঠানামা করেন। এই লিফট ব্যবহারে সচেতনতা না থাকলে সামান্য ভুলত্রূটির কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্যারাগনটেক, প্রতিষ্ঠার শুরু হতেই লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বদ্ধপরিকর।
"স্যানমার সোবানা" প্রকল্পে লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির কর্মশালা
"স্যানমার সোবানা" প্রকল্পে লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির কর্মশালা
এরই ধারাবাহিকতায় নন্দনকাননে অবস্থিত “স্যানমার সোবানা” প্রকল্পে আয়োজন করা হয় লিফট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির একটি কর্মশালা। প্রকল্পটির অধিবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।